সমস্যা-০১
জনাব ফয়সাল চৌধুরীর ব্যবসায়ের ২০১১ সালের ১ মার্চ তারিখের কয়েকটি ঘটনা নিম্নরূপ:
১. নগদে মূলধন আনা হল ৫০,০০০.০০ টাকা।
২. ধারে পণ্য ক্রয় ৫,০০০.০০ টাকা।
৩. নগদে পণ্য বিক্রয় ১০,০০০.০০ টাকা।
৪. রহমান ব্রাদার্সকে ২০,০০০.০০ টাকা মূল্যের পণ্যের জন্য ফরমায়েশ প্রদান করা হল।
ক) উপর্যুক্ত তথ্যের আলোকে জনাব ফয়সাল চৌধুরীর স্বত্ত্বাধিকারের পরিমাণ নির্ণয় কর।
খ) উপর্যুক্ত ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয় তা কারণসহ ছকের সাহায্যে দেখাও।
গ) জনাব ফয়সাল চৌধুরীর ১ মার্চ, ২০১১ তারিখের লেনদেনে জড়িত হিসাবগুলিকে ছকের মাধ্যমে শ্রেণীবিন্যাস কর।
সমস্যা-০২
জনাব রাকিব এর ব্যবসায়ে ২০১০ সালের ১০ ডিসেম্বর তারিখে কয়েকটি ঘটনা নিম্নরূপ:
১. জনাব রাকিব ২৫,০০০.০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
২. ৫,০০০.০০ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করেন।
৩. জনাব রফিককে মাসিক ১৫,০০০.০০ টাকা বেতনে ব্যবসার ম্যানেজার নিয়োগ করেন।
৪. ১০,০০০.০০ টাকা ব্যাংকে জমা দিয়ে ব্যাংক হিসাব খোলেন।
৫. ১৫,০০০.০০ টাকার পণ্য সরবরাহের ফরমায়েশ গ্রহণ করেন।
ক) জনাব রাকিবের নগদ উদ্বৃত্তের পরিমান নির্ণয় কর।
খ) উপর্যুক্ত ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়, তা প্রচলিত কারণসহ ছকের সাহায্যে দেখাও।
গ) জনাব রাকিবের ১০ ডিসেম্বর ২০১০ তারিখের লেনদেনে জড়িত হিসাব গুলোকে আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিন্যাস কর।
সমস্যা-০৩
মেসার্স রাকিব এন্ড সন্স এর ২০১১ সালের জুলাই মাসের ১ তারিখের কয়েকটি ঘটনা নিম্নরূপঃ
১. জনাব রাকিব নগদ ৩৫,০০০.০০ টাকা; ব্যাংক তহবিল ১৫,০০০.০০ টাকা এবং ৫০,০০০.০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।
২. ব্যবসায়ের জন্য ২,৫০০.০০ টাকার একটি ফ্যান ক্রয় করা হয়।
৩. ভিক্ষুককে কারবার প্রতিষ্ঠান থেকে ৫.০০ টাকা ভিক্ষা দেয়া হল।
৪. কয়েকজন ব্যবসায়ীকে হোটেল শেরাটনে ১,৫০০.০০ টাকা ব্যয়ে ভোজে আপ্যায়িত করা হয়।
৫. কমিশন পাওয়া গেল ৫,০০০.০০ টাকা।
ক) উপর্যুক্ত তথ্যের আলোকে মেসার্স রাকিব এন্ড সন্স-এর মূলধনের পরিমান নির্ণয় কর।
খ) উপর্যুক্ত ঘটনাগুলো মেসার্স রাকিব এন্ড সন্সের লেনদেন কিনা আধুনিক অর্থে কারণসহ ছকের মাধ্যমে দেখাও।
গ) মেসার্স রাকিব এন্ড সন্স এর ২০১১ সালের জুলাই মাসের ১ তারিখের লেনদেনে জড়িত হিসাব গুলোকে ছকের সাহায্যে সনাতন পদ্ধতিতে শ্রেণিবিন্যাস কর।
সমস্যা-০৪
গোমতী ট্রেডার্স-এর ২০১১ সালের ১ মার্চ তারিখের কয়েকটি ব্যবসায়িক ঘটনা নিম্নরূপ:
১. জনতা স্টোর হতে নগদে পণ্য ক্রয় ২০,০০০.০০ টাকা।
২. ১০,০০০.০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হল।
৩. ধারে পণ্য ক্রয় ১০,০০০.০০ টাকা।
৪. ক্রুটিযুক্ত হওয়ার কারণে পণ্য ফেরত দেয়া হল ৫০০.০০ টাকা।
৫. ২,০০০.০০ টাকা মূল্যের পণ্য আগুনে নষ্ট হয়।
ক) উপর্যুক্ত তথ্যের আলোকে ১ মার্চ তারিখের প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ) উপর্যুক্ত ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয় – তা কারণসহ লেখ।
গ) হিসাব সমীকরণ(A=L+P)-এর উপর গোমতী ট্রেডার্সের লেনদেনগুলোর প্রভাব ছকের মাধ্যমে দেখাও।
সমস্যা-০৫
নিম্নলিখিত ঘটনাগুলো মি: সোহাগ নামক জনৈক ব্যবসায়ীর:
১. মি: সোহাগ নগদ ৫০,০০০.০০ টাকা, বন্ধুর নিকট থেকে ২৫,০০০.০০ টাকা ঋণ এবং ২৫,০০০.০০ টাকা মূল্যের পণ্য দ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন।
২. জনাব জালালের নিকট নগদে ১৫,০০০.০০ টাকার পণ্য বিক্রয় করেন।
৩. ব্যবসায়ের জন্য ১০,০০০.০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন।
৪. ক্যাশ বাক্স থেকে ৫০০.০০ টাকার একটি নোট চুরি গেছে।
৫. মি: সোহাগ ৫,০০০.০০ টাকার পণ্য তার বাসায় ব্যবহারে জন্য গ্রহণ করেন।
ক) মি: সোহাগের মূলধনের পরিমাণ কত?
খ) উপরোক্ত ঘটনাগুলো লেনদেন কি না তা প্রচলিত কারণসহ লিখ।
গ) যোগ বিয়োগের মাধ্যমে হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর প্রভাব ছকের সাহায্যে দেখাও।
সমস্যা-০৬
জনাব আমিন চৌধুরীর ১৫ মার্চ ২০১১খ্রি: তারিখে সংঘটিত ঘটনাসমূহ নিম্নরূপ:
১. হাসানকে নগদ দেয়া হল ১৫,০০০.০০ টাকা।
২. পণ্য ক্রয় ২০,০০০.০০ টাকা।
৩. ধারে পণ্য বিক্রয় ৩০,০০০.০০ টাকা।
৪. একটি টেবিল ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হল ৫,০০০.০০ টাকা।
৫. সুদ পাওয়া গেল ৫০০.০০ টাকা।
৬. ৫০০০.০০ টাকা বেতনে রহিমকে কর্মচারী নিয়োগ করা হল।
ক) জনাব আমিন চৌধুরীর কোন ঘটনাগুলো লেনদেন নয়?
খ) উপর্যুক্ত ঘটনাগুলোর মধ্যে লেনদেনসমূহ কারণসহ ছকে উপস্থাপন কর।
গ) জনাব আমিন চৌধুরী লেনদেনসমূহে জড়িত হিসাবগুলোকে আধুনিক পদ্ধতিতে শ্রেণিবিন্যাস কর।
সমস্যা-০৭
২০১১ সালের ৫ জুলাই তারিখে জনাব জামালের ব্যবসায় প্রতিষ্ঠানে নিচের ঘটনাগুলো ঘটে:
১. জনাব জামাল নগদ ২,০৫,০০০.০০ টাকা, ব্যাংক তহবিল ১,৫০,০০০.০০ টাকা এবং ৫০,০০০.০০ টাকার ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন।
২. তিনি একজন ব্যবসায়ীর নিকট ৫০,০০০.০০ টাকার পণ্য ধারে ক্রয়ের প্রস্তাব দিলেন।
৩. জনাব জামাল ৫,০০০.০০ টাকার পণ্য তার বাসায় ব্যবহারে জন্য গ্রহণ করেন।
৪. বিগত বছরের জন্য জনাব জামালের আয়কর নির্ধারণ করা হল ৫,০০০.০০ টাকা।
ক) জনাব জামালের মূলধনের পরিমাণ কত?
খ) উপর্যুক্ত ঘটনাগুলোর মধ্যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয় তা কারণসহ লিখ।
গ) কারণসহ লেনদেনগুলোর সাথে সংশ্লিষ্ট হিসাবগুলোর আধুনিক শ্রেণিবিভাগ দেখাও।
সমস্যা-০৮
মি: রতনের ব্যবসায় প্রতিষ্ঠানে ২০১১ সালের মে মাসের লেনদেনগুলো নিম্নরূপ ছিল:
১. চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ২০,০০০.০০ টাকা।
২. ধারে পণ্য ক্রয় ১০,০০০.০০ টাকা।
৩. কমিশন প্রাপ্তি ১,০০০.০০ টাকা।
৪. বাট্টা প্রদত্ত হল ১৭৫.০০ টাকা।
৫. অনাদায়ী পাওনা লেখা হল ৩,০০০.০০ টাকা।
ক) উপর্যুক্ত কোন লেনদেনগুলোর জন্য ডেবিট ভাউচার ব্যবহার করতে হবে?
খ) উপর্যুক্ত লেনদেনগুলোর আলোকে মি: রতনের মোট আয় এবং মোট খরচের পরিমাণ নির্ণয় কর।
গ) উপর্যুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে দেখাও।
সমস্যা-০৯
মি. অনিক একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তাঁর ব্যবসায় প্রতিষ্ঠানে ২০১১ সালে অক্টোবর মাসে সংঘটিত ঘটনাসমূহ নিচে দেয়া হল:
২০১১খ্রি:
অক্টো-০১ ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০.০০ টাকা।
অক্টো-০১ যন্ত্রপাতি ক্রয় করা হল ১০,০০০.০০ টাকা।
অক্টো-০৩ পণ্য ক্রয় ৫,০০০.০০ টাকা।
অক্টো-০৭ মি. অনিকের ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ১,৫০০.০০ টাকা।
অক্টো-০৯ প্রাপ্য কমিশন ৫০০.০০ টাকা।
অক্টো-১০ ৩ অক্টোবর তারিখে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ।
অক্টো-১২ পণ্য বিক্রয় বাবদ অনাদায়ী হয়ে গেল ৩,০০০.০০ টাকা।
অক্টো-১৫ যন্ত্রপাতির উপর ১০% হারে এক মাসের অবচয় হিসাবভুক্ত কর।
ক) ১ অক্টোবর ২০১১ তারিখে মি. অনিকের নগদ তহবিলের পরিমাণ কত?
খ) উপর্যুক্ত ৩, ৭, ১০ ও ১৫ অক্টোবর তারিখের লেনদেনগুলো সনাতন পদ্ধতিতে কারণ উল্লেখসহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় কর।
গ) উপর্যুক্ত ১, ৯ ও ১২ অক্টোবর তারিখের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ উল্লেখসহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর।
সমস্যা-১০
মি. শরিফুল ২০১১ সালের জুলাই মাসের ১ তারিখ নগদ ৫০,০০০.০০ টাকা ও ২০,০০০.০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। জুলাই মাসে তাঁর ব্যবসায় আরো কিছু লেনদেন সংঘটিত হয়:
২০১১ খ্রি:
জুলা – ০২ নগদ ৩০,০০০.০০ টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হল।
জুলা – ০৫ রাসেলের নিকট হতে ১২,০০০.০০ টাকার পণ্য ক্রয় করে চেকে ৭,০০০.০০ টাকা প্রদান করা হল।
জুলা – ১০ ইয়ামিনের নিকট হতে পণ্য ক্রয় ৬,৫০০.০০ টাকা।
জুলা – ১৫ ইয়াসিনের নিকট ২০,০০০.০০ টাকার পণ্য বিক্রয় করে নগদে ১৫,০০০.০০ টাকা পাওয়া গেল ।
জুলা – ২০ বেতন বাবদ চেক মারফত প্রদান ১,৫০০.০০ টাকা।
জুলা – ২৬ ভাড়া পাওয়া গেল ২,০০০.০০ টাকা।
জুলা – ৩১ ব্যাংক জমা টাকার উপর সুদ পাওয়া গেল ৫০০.০০ টাকা।
ক) ১ জুলাই তারিখের লেনদেনটির মাধ্যমে A=L+P সমীকরণের কিরূপ পরিবর্তন ঘটেছে?
খ) হিসাব সমীকরণ ব্যবহার করে উপর্যুক্ত ২, ৫, ১২ ও ৩১ জুলাই তারিখের লেনদেগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় কর।
গ) মি. শরিফুলের ২০১১ সালের জুলাই মাসের মোট আয় ও মোট খরচের পরিমাণ নির্ণয় কর।
সূত্রঃবিএসকেয়ার
0 comments:
Post a Comment