এস এস সি।


এস এস সি পরীক্ষার জন্য রয়েছে স্পেসাল আপডেট।

Ipsum

Delete this widget in your dashboard. This is just an example.

Dolor

Delete this widget in your dashboard. This is just an example.
 

বাংলা ২য় পত্র

Monday, October 3, 2011

এস এস সি পরীক্ষা – ২০১২বাংলা ২য় পত্র সম্ভাব্য প্রশ্নবলি
এম. এ মোমেন স্বপন
সহকারি অধ্যাপক, বেপজা পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম।
বাংলা অনুবাদ করঃ1. Knowledge is vaster than an ocean ————- freely in the ocean of knowledge.
2. A patriot is a man who loves his country, ————- of the people.
3. Man is the architect of his own life ——– any form your like. It is called the seed time of life.
4. Bangladesh in not a very big ————- will be doubled within next twenty years.
5. A garden is not a source of beauty ————-without any garden looks bare and poor.
6. Many people put off for tomorrow ————- danger may come and upset everything.
7. Good books are store house of ————- opens a books has an empty mind.
8. In this life there are no gains without ————- most if it is contested to the last.
9. We live in society. So we must learn ——— a lot of duties and responsibilities to the society.
10. Socrates never believe that all men ————- should simple be, give me what is good.
11. We have duties to Allah, to state and ————- the society will not person.
পত্র লিখঃ• তোমার পরীক্ষা কেমন হচ্ছে তা জানিয়ে তোমার বাবার কাছে একটি পত্র লিখ।
• সম্প্রতি পড়া কোন বই সম্পর্কে মতামত তোমার বন্ধুর নিকট একখানা পত্র রচনা কর।
• মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ কর্মপন্থা জানিয়ে তোমার বাবার কাছে একটি পত্র লেখ।
• একটি প্রত্যক্ষ দুর্ঘটনার বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লিখ।
• তোমাদের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লেখ।
• তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর নিকট পত্র লেখ।
• বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কে তোমার মতামত জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখ।
• ইভ টিজিং- এর ক্ষতিকারক প্রভাব জানিয়ে তোমার বন্ধুর নিকট একখানা পত্র লেখ।
আবেদন পত্রঃ• তোমার এলাকায় আর্সেনিক মুক্ত পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি দরখাস্ত লেখ।
• ডেঙ্গুজ্বর প্রতিরোধ কল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃক্ষক্লে নিকট একটি দরখাস্ত লেখ।
• তোমার এলাকায় একটি রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি দরখাস্ত লেখ।
সংবাদপত্রে প্রকাশের জন্য পত্রঃ
• সড়ক দূর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে কোন পত্রিকায় প্রকাশোপযোগী একখানা পত্র রচনা কর।
• তোমা গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা বর্ণনা করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি আবেদন পত্র রচনা কর।
• তোমাদের গ্রামে বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র রচনা কর।
• তোমার এলাকায় বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংষি্লষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পত্রিকার সম্পাদকের নিকট একখানা পত্র লেখ।
• তোমার এলাকায় ক্রমবর্ধমান ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখ।
• তোমার এলাকায় আইন- শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখ।
অভিন্দন পত্র/ মানপত্রঃ
• তোমাদের বিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে অভিন্দন পত্র রচনা কর।
নিমন্ত্র্রণ পত্রঃ• স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একটি নিমন্ত্র পত্র রচনা কর।
সারাংশ লিখঃ• শ্রমকে শ্রদ্ধার সাথে গ্রহন কর। কালি- ধূলির —————— সাধিত হয় সংসারের কর্মক্ষেত্রে।
• অভ্যাস ভয়ানক জিনিস। একে হঠাৎ স্বভাব —————— হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না। তাহলে সব পন্ড হয়ে যাবে।
• ভবিষ্যতের ভাবনা ভাবাই হল জ্ঞানের কাজ —————— ভবিষ্যৎটা হচ্ছে আসল জিনিস, কখনও শেষ হয় না।
• সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে —————— পরিশ্রমের অমযৃাদা আত্মহত্যারই শামিল।
• প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় —————— মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না।
• অমঙ্গকে জগৎ হতে হেসে উড়িয়ে দেবার চেষ্টা ——————জন্ম লাভ করেছে, একই সাগর উভয়ে গিয়ে মিশেছে।
সারমর্ম লিখঃ• বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা —————— বহিতে পারি এমন যেন হয়।
• মরিতে চাহি না আমি সুন্দর ভূবনে ——————যদি যোগ রচিতে পারি আলয়।
• ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল —————— এ ধরায় স্বর্গ সুখ নিত্য দেয় আনি।
• স্বার্থক জনম আমার জন্মেছি এই দেশে ——————নয়ন রেখে মুদব নয়ন শেষে।
• তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর —————— তুমিও হওগো ধন্য তরুর মতন।
• নদী কভু পান নাহি করে নিজ জল ——————সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।
• পরের মুখে শেখা বুলি পাখির মত কেন বলিস —————— খাঁটি ধন সেথায় পাবি, আর কোথাও পাবি নারে।
• পুণ্যে পাপে, দুঃখে সুখে, পতন উত্থানে —————— সংগ্রাম করিতে দাও ভালো মন্দ সাথে।
ভাব- সম্প্রসারণঃ
               (গদ্যাংশ)• ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ।
• মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে।
• পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।
• অর্থই অনর্থের মূল।
• শিক্ষাই জাতি মেরুদন্ড।
• অভাব অল্প হলে দুঃখ অল্প হয়ে থাকে।
• প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
• এ পুথিবী অলস কর্ম ভীরুদের জন্য নয়।
• হাতে কাজ করায় অগৌরব হয় মিথ্যায়, মূর্খতায়।
• আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
• দুঃখের মত এমন পরশ পাথর আর নাই।
• রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।
• পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে।
               (পদ্যাংশ)• যে জাতি জীবনহার অচল অসার
পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।
• সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া
কুজনে করব করে সুরব নাশিয়া।
• আলো বলে ‘‘অন্ধকার, তুই বড় কালো।’’
অন্ধকার বলে ‘‘ভাই, তাই তুমি আলো।’’
• নানান দেশে নানান ভাষা
বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা ?
• দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি,
সত্য বলে, আমি তবে কোথা দিয়ে ঢুকি?
• গ্রন্থগত বিদ্যা আর পর হস্ত ধন,
নহে বিদ্যা, নহে ধন, হলে প্রয়োজন।
• পরের অনিষ্ট চিন্তা করে যেই জন,
নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
• সকলের তরে সকলে আমরা
• প্রত্যেকে আমরা পরের তরে।
• পুষ্প আপনার জন্য ফোটে না।
• মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবার চাই।
• ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়-
পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।
প্রবন্ধ রচনাঃ• নিয়মানুবর্তিতা
• চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান
• কৃষি কাজে বিজ্ঞান
• আধুনিক সভ্যতায় বিদ্যুতের অবদান
• পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ
• মূল্য বোধের অবক্ষয়: ইভ টিজিং
• বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
• বাংলার বর্ষা
• বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার
• একটি বর্ষণমুখর সন্ধ্যা
• সড়ক দুর্ঘটনার কারণ ও তার প্রতিকার
• জ্ঞান চর্চায় পুস্তক পাঠের ভূমিকা
• জাতীয় জীবনে মুক্তিযুদ্ধে চেতনা
• আর্সেনিক দূষণ ও তার প্রতিকার
• একুশের বইমেলা
• সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা
• নদীমাতৃক বাংলাদেশ।

{বিঃদ্রঃ এ+ পাওয়ার জন্য এর বাইরেও অনুশীলন করতে হবে।}
                                                                                          সূত্রঃবিএসকেয়ার

0 comments:

Post a Comment

Lorem

Please note: Delete this widget in your dashboard. This is just a widget example.

Ipsum

Please note: Delete this widget in your dashboard. This is just a widget example.

Dolor

Please note: Delete this widget in your dashboard. This is just a widget example.